adimage

২০ অক্টোবর ২০১৮
বিকাল ০৬:৪৪, শনিবার

টেকনাফ-সেইন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু

আপডেট  09:49 AM, জানুয়ারী ১৪ ২০১৮   Posted in : ট্যুর এন্ড ট্রাভেলস     

টেকনাফ-সেইন্টমার্টিননৌপথেজাহাজচলাচলশুরু

ঢাকা ১৪ জানুয়ারীটেকনাফ-সেইন্ট মার্টিন নৌপথে সাত মাস পর আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল ১০টার দিকে তিনশো জন পর্যটক নিয়ে টেকনাফ জেটি ঘাট ছেড়ে যায় জাহাজ কেয়ারী সিন্দাবাদ। জাহাজটি দুপুর ১২ টায় সেন্টর্মাটিন জেটিঘাটে নোঙর করবে। বিকেল ৩ টায় সেন্টমার্টিন থেকে জাহাজটি টেকনাফের উদ্দেশ্যে ফিরে আসবে।

সাগর উত্তাল থাকায় এবং রেহিঙ্গা অনুপ্রবেশের কারণে, গত পয়লা মে থেকে এই নৌপথে জাহাজ চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। পর্যটন মৌসুম শুরু হওয়ায়, তা আবার শুরু হয়েছে।

এখন থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে ৪টি পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। ঝুঁকি এড়াত জাহাজগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul